করোনা রোগীদের ব্যবহারের জন্য সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আমেরিকা প্রবাসীর অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলস (বাফলা) এর উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।
গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী ইউনাইটেড রাণাপিং সেচ্ছাসেবী সংঘটনের আয়োজনে এক অনাড়ম্বর আলোচনা সভায় সিলিন্ডারগুলো বিতরণ করেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন।
ইউনাইটেড রাণাপিং সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মুফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং মুহিতুর রহমান ইমন ও সাব্বির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাণাপিংয়ের বিশিষ্ট সমাজসেবী অজিউর রহমান ছানা, বাবুরুল হোসেন, আবুল কালাম আযাদ, নোমান আহমদ অলি, সেলু মিয়া, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, সাবেক ছাত্রনেতা এবং সিলেট জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
বিডি প্রতিদিন/আরাফাত