সিলেট নগরীতে করোনাভাইরাসের গণটিকার টিকার দ্বিতীয় দফার দ্বিতীয় দিনে বুধবার টিকা দেওয়া হয়েছে ২৫ হাজার ৪৩ জনকে। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৭৯০ ও নারী ১২ হাজার ২৫৩ জন।
সিলেট সিটি কর্পোরেশনের ৮২টি কেন্দ্রে আজ এসব টিকা দেওয়া হয়।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত একযোগে এই টিকা দেওয়া হয়। আগামীকালও এই গণটিকার কার্যক্রম চলবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত