সিলেটের ওসমানীনগরে একটি ব্যাংকের গার্ডকে বেঁধে এটিএম বুথ থেকে ২৪ লাখেরও বেশি টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত চক্র। গতকাল রবিবার (১২ সেপ্টেম্বর) নতুন বাজার এলাকায় ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথে এই ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার ভোর ৪টার দিকে শেরপুর নতুন বাজার এলাকার ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবি) ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথের নিরাপত্তাকর্মীকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। এ সময় লকার ভেঙে ২৪ লাখ টাকা ২৫ হাজার ৪০০ টাকা লুট করে নিয়ে যায় তারা। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।