সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর পশ্চিম বাজারে ইউসিবি ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথে ডাকাতির দৃশ্য ধরা পড়েছে ব্যাংকটির সিটিটিভি ক্যামেরায়। বুথের টাকা এতে দেখা যায়, চারজন মুখোশধারী লোক এটিএম বুথে প্রবেশ করে নিরপত্তাকর্মীকে বেঁধে বুথের টাকা লুট করছে। ডাকাতদের তিনজনের মাথায় লাল কাপড় বাধা ও একজনের মাথায় ছিল ক্যাপ। সবার মুখে ছিল মাস্ক।
সোমবার পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রবিবার ভোরে শেরপুর পশ্চিম বাজারের ইউনুছ ম্যানশনের নিচতলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটে। বুথ থেকে ২৪ লাখ ২৫ হাজার ৫ শ’ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় রবিবার রাতে মামলা দায়ের হলেও গতকাল সোমবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। টাকাও উদ্ধার হয়নি।
ডাকাতির ঘটনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার সৈয়দ আশরাফুল আমিন বাদি হয়ে রবিবার রাতে ওসমানীনগর থানায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে মামলা (নং-১৬) দায়ের করেন।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে ৪ দুর্বৃত্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথে হানা দেয়। এ সময় ডাকাতরা বুথের নিরাপত্তাকর্মী মো. জাকারিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেঁধে মারধর করে। পরে বুথের লকার ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৫শ’ টাকা লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে রবিবার সকালে ব্যাংক কর্তৃপক্ষ, ওসমানীনগর থানা পুলিশ, সিআইডি, ডিবি পুলিশ, পিবিআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন