সিলেটের এয়ারপোর্ট এলাকায় টিলা কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার এয়ারপোর্ট থানাধীন কালাগুল এলাকায় অভিযান চালিয়ে গোপাল চন্দ্র পাল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা টিলা কাটার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আটক গোপাল চন্দ্র পাল (২৫), এয়ারপোর্ট থানার কালাগুল গ্রামের মিন্টু চন্দ্র পালের ছেলে।
বিডি প্রতিদিন/আবু জাফর