সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কম থাকায় গেল মাসের শুরুতে হাসপাতালটিতে শুরু হয়েছিল বহির্বিভাগ সেবা। কিন্তু সম্প্রতি সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার স্বার্থে হাসপাতালটির বহির্বিভাগে জেনারেল রোগীদের সেবা প্রদান বন্ধ করে দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার থেকে বহির্বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান। প্রায় দেড় বছরের বেশি সময় পর গত ১ জানুয়ারি থেকে এ হাসপাতালে জেনারেল রোগীদের জন্য বহির্বিভাগ চালু করা হয়েছিল।
২০২০ সালের মার্চে দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে ১০০ শয্যা বিশিষ্ট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সিলেটের করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে সেবা দেওয়া শুরু করে। এরপর থেকে করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে আনা রোগীদের অবিরাম চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে হাসপাতালটিতে। গত বছর সিলেটে যখন করোনা সংক্রমণ বেড়ে যায় তখন হাসপাতালটি করোনা রোগীতে পরিপূর্ণ ছিল।
তবে গত অক্টোবরের পর থেকে সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় হাসপাতাল ভর্তি রোগীর সংখ্যা কমতে থাকে। এই অবস্থায় নতুন বছরের প্রথম দিন থেকে হাসপাতালের বহির্বিভাগ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেদিন থেকে শামসুদ্দিন হাসপাতালের মেডিসিন বিভাগ, সার্জারি, গাইনি এবং ডেন্টাল বিভাগে রোগী দেখার মধ্যে দিয়ে বহির্বিভাগ চালু হয়।
পর্যায়ক্রমে দন্ত বিভাগ, চর্মরোগ বিভাগ, শিশু বিভাগসহ অন্যান্য বিভাগ খুলে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বন্ধ করে দেয়া হয় বহির্বিভাগ।
শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান জানান, দিন দিন হাসপাতালটিতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই ১ ফেব্রুয়ারি থেকে বহির্বিভাগ সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর