সিলেটে বেপরোয়া ট্রাকের কারণে আবারও ঘটলো প্রাণহানি। এবার কেড়ে নিয়েছে এক সিএনজি অটোরিকশা মেকানিক যুবকের প্রাণ। বুধবার (০২ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে এয়ারপোর্ট রোডের সিলেট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকচাপায় নিহত হাবিবুর রহমান হাবিব (৩০) সিলেটের এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার মংলিপার আবাসিক এলাকার মৃত মনতাজ আলির ছেলে। এ ঘটনায় একই এলাকার আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত হাবিব সিএনজি অটোরিকশার মেকানিক ছিলেন।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি মাইনুল জাকির জানান, বেপরোয়া ট্রাক একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই হাবিবুর রহমান হাবিব মারা যান। আরেক যাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদেরকে শান্ত করে অবরোধ প্রত্যাহার করায়।
বিডি-প্রতিদিন/আবুল্লাহ সিফাত