সিলেটের কানাইঘাটে দিনদুপুরে নৃশংসভাবে হামলা চালিয়ে ফরিদ উদ্দিন নামে এক যুবক খুনের রহস্য উদঘাটন করেছে র্যাব। হত্যাকাণ্ডের ঘটনায় নবনির্বাচিত এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে বিরোধিতার জের ধরে খুন করা হয় ফরিদকে। হত্যাকাণ্ড বাস্তবায়নে অংশ নেয় তিনটি গ্রুপ।
শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান। নিহত ফরিদ উদ্দিন কানাইঘাট উপজেলার খাসাড়িপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
রফিক উদ্দিন জানান, স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নবনির্বাচিত সদস্য নাজিম উদ্দিন গ্রুপের সাথে ফরিদ উদ্দিন গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি মামলাও রয়েছে। নির্বাচনের সময় এই বিরোধ আরও মাথাচাড়া দিয়ে ওঠে। এর জের ধরে গত ৩১ জানুয়ারি মোটরসাইকেলে মমতাজগঞ্জ বাজার থেকে ফরিদ ও তার শ্যালক শাহীন বাড়ি ফেরার পথে স্থানীয় বড়খেওড় এফআইভিডিবি স্কুলের সামনে আসার পর দুইজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়।
ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফরিদকে গুরুতর আহত করে তার একটি পা কেটে নেয় দুর্বৃত্তরা। আহত হন শাহীনও। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান ফরিদ। এ ঘটনায় ফরিদের বাবা রফিক উদ্দিন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখপূর্ব অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
র্যাব-৯ অধিনায়ক জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর র্যাব ছায়া তদন্তে নামে। গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে মৌলভীবাজারের শেরপুর থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নাজিম উদ্দিন মেম্বারকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত কাওছার আহমদকে সিলেটের দক্ষিণ সুরমা ও মোস্তাক আহমদকে নগরীর বন্দরবাজারের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, হত্যাকাণ্ডে তিনটি গ্রুপ অংশ নেয়। এর মধ্যে এক গ্রুপ মূল পরিকল্পনাকারী হিসেবে ছিলেন নিজাম উদ্দিন মেম্বার ও মোস্তাক আহমদ। হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা নেই এটা প্রমাণের জন্য তারা আগেই সিলেট নগরীতে অবস্থান নেয়। সেখান থেকে বাকি দুটি গ্রুপকে পরামর্শ দেয়। অপর একটি গ্রুপের সদস্যরা ফরিদের গতিবিধি লক্ষ করছিল। আর তৃতীয় গ্রুপ সরাসরি অংশ নেয় হত্যাকাণ্ডে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতারে র্যাব তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান র্যাব-৯ অধিনায়ক।
বিডি প্রতিদিন/এমআই