সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন একটি ‘ফিমেল সার্জারি ওয়ার্ড’ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
শনিবার দুপুরে হাসপাতালটি পরিদর্শনকালে শীতের মধ্যে সার্জারি ওয়ার্ডের মেঝেতে চিকিৎসারত মহিলা রোগীদের কষ্ট দেখে নতুন একটি ওয়ার্ড করার নির্দেশ দেন তিনি।
ওসমানী হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ‘এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের উন্নত চিকিৎসার সবচেয়ে বড় আস্থার জায়গা। এখানে সেবা ভালোভাবে দেওয়া হয় বলেই রোগীর এতো চাপ। বিশেষ করে ফিমেল সার্জারি ওয়ার্ডে প্রচুর রোগী। বেডের চেয়ে কয়েকগুণ বেশি রোগী এখানে ভর্তি। প্রচণ্ড শীতে রোগীদের মেঝেতে রাখতে হচ্ছে বাধ্য হয়ে। তাই নতুন পরিচালককে বলা হয়েছে, হাসপাতালের ওষুধের স্টোর স্থানান্তর করে সেখানে আরেকটি ফিমেল সার্জারি ওয়ার্ড করার ব্যবস্থা করতে। ২টি ওয়ার্ড হলে রোগীদের অমানবিকভাবে রাখতে হবে না এবং বেশি সংখ্যক রোগীকে সেবা প্রধান করা সম্ভব হবে।’
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ কমে গেলে সেই বিধিনিষেধ তুলে নিতে আমরা অনুরোধ জানাব। নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত বিধিনিষেধ বলবৎ থাকবে।
এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বহিঃবিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন