সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাইর ঘটনায় আলোচিত পপিকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে হাসপাতালে আসা এক রোগীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার সময় তাকে আটক করা হয়। এর আগেও কয়েকবার ওসমানী হাসপাতাল ও নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরির সময় আটক হয়েছিল আলোচিত এই নারী ছিনতাইকারী।
ছিনতাইর শিকার নারী জানান, ভিড়ের মধ্যে পপি তার দুই ভরি ওজনের গলার চেইন ও কানের দুল খুলে নিয়ে গেছে। এ ঘটনায় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে।
আনসার সদস্যরা জানিয়েছেন, এর আগে পপিকে চুরি-ছিনতাইর ঘটনায় আরও তিনবার আটক করা হয়েছিল।
স্বর্ণালঙ্কার ছিনতাইর ঘটনায় পপিকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন