সিলেটে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে মহান স্বাধীনতার মাস মার্চকে বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভা যাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ প্রমুখ।
এছাড়াও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শোভাযাত্রায় অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম