বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবলীগ। আজ শনিবার দুপুরে জেলা পরিষদের সামনে থেকে জেল যুবলীগ মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়া একই ইস্যুতে মহানগর যুবলীগ সিলেট কেন্দ্রিয় শহিদমিনারের সামনে মানববন্ধন করে। পরে তারা শহিদ মিনারের ভেতরে সমাবেশ করে। পৃথক সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ এবং মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারন সম্পাদক মুশফিক জায়গীরদার।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কোন গণভিত্তি নেই। জনবিচ্ছিন্ন দল হিসেবে বিএনপি সবসময় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে। দুর্নীতির মামলায় তাদের দলের দুই শীর্ষ নেতার সাজা হয়েছে। কাজেই তারা নির্বাচনের অযোগ্য। যে কারণে বিএনপি নির্বাচনের পথ এড়িয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। অতীতেও তারা এভাবে ক্ষমতায় এসেছি। তাদের সহযোগী হিসেবে সবসময় পাশে ছিল এবং এখনো আছে যুদ্ধাপরাধীদের দল জামায়াত। কিন্তু এখন মানুষ অনেক সচেতন। বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে মাঠে প্রস্তুত রয়েছেন যুবলীগ নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ