সিলেটে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণ মামলার আসামি যুবককে গ্রেফতার করা হয়। শনিবার গ্রেফতারকৃত যুবককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া যুবক নূর ইসলাম (২০) চাঁদপুর জেলার শাহরস্তি থানার কালিয়াপাড়া ইউনিয়নের টামটা দেবীপুর গ্রামের আবদুস ছাত্তারের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লার ঐকতান-১৪১/৩ নম্বর বাসায় ভাড়া থাকে।
পুলিশ জানায়, কিশোরী অপহরণের ঘটনায় শুক্রবার ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ কিশোরীকে উদ্ধারে তৎপরতা শুরু করে। শুক্রবার রাত ৯টার দিকে পশ্চিম পীরমহল্লায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী নূর ইসলামকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, ভিকটিমের চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক নূর ইসলামকে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এএম