সিলেট নগরীর মদিনা মার্কেটের পার্শ্ববর্তী গোয়াবাড়ির একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শোভা রানী চন্দ (৮০) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধা মারা গেছেন। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছেন।
মারা যাওয়া বৃদ্ধার বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের মজিদপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সত্যন্দ্র চন্দের স্ত্রী। ছেলের পরিবারের সঙ্গে তিনি গোয়াবাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গোয়াবাড়ির মোহনা আবাসিক এলাকার সি ব্লকের ২৪ নং বাসার ভাড়াটেরা গ্যাসের চুলার উপেরে কাপড় শুকাতে দেন। শনিবার বিকাল সোয়া ৩টার দিকে সেই কাপড়ে আগুন লেগে যায়। মুহুর্তে দাউ দাউ করে আগুন ঘরের সবগুলো কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় রান্নাঘরের পাশের কক্ষে থাকা প্রতিবন্ধী বৃদ্ধা শোভা রানী চন্দ বের হতে না পারায় তিনি দগ্ধ হয়ে মারা যান।
পরে ফায়ার সার্ভিসের ৪টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভার পর শোভা রানীর লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
বিডি প্রতিদিন/এএম