সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের পাশে যাত্রীবাহী বাস, টমটম (ইজিবাইক) ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী মো. জে এ বুলবুল জানান, বাসটি সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। হরিপুর বাজারের অদূরে হঠাৎ একটি মোটরসাইকেল সামনে থাকা টমটমকে ওভারটেইক করে বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসের সাথে মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষ হয়। এতে তিনটি যানই উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন।
তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ। তবে তাৎক্ষনিক নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর