চলমান পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুর ফিতর উপলক্ষ্যে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত সিলেট মহানগর পুলিশ। এ ব্যাপারে তারা নানা পদক্ষেপ গ্রহণ করছেন। ইতিমধ্যে বিশেষ সভায় মিলিত হয়ে কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে নাগরিক নিরাপত্তা নিশ্চিতে প্রতি বছর সিলেট মহানগর পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেন। এবারও তারা তাই করছেন।
রোজার শুরু থেকেই ঈদুল ফিতর নামক মুসলিম উম্মাহর মহা উৎসবের প্রস্তুতি থাকে। হাঁটবাজারগুলোতে ক্রেতাদের ভিড়ে সুযোগের সদ্ব্যবহারের অপেক্ষায় থাকে প্রতারক এবং পকেটমার সিন্ডিকেট।
এদের দমনে এবার পুলিশী তৎপরতা যেমন জোরদার করা হয়েছে তেমনি তার সুফলও ভোগ করছেন নগরবাসী। এবার রোজায় অন্যান্য বছরের মতো চুরি বা ছিনতাইয়ের খবর তেমন একটা শোনা যায়নি।
রমজান মাসের দিনগুলো যত এগুতে থাকে ঈদুল ফিতরও তত এগিয়ে আসে। গত দু’বছর করোনার কারণে ঈদের বাজার জমতে জমতে জমেছিল শেষের দিকে। এবার মহামারি অনেকটা নিয়ন্ত্রণে। তাই ঈদের বাজার অনেক আগে শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশী। উৎসবকে কেন্দ্র করেও প্রস্তুতি নিয়ে রেখেছে সিলেটের পুলিশ প্রশাসন। বিশেষ করে মার্কেট শপিংমলগুলোর নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি তারা খুব গুরুত্ব দিয়ে ভাবছেন।
এজন্য নগরীর ছোটবড় প্রতিটি মার্কেট বা শপিং মলে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এ সময়টাতে জাল টাকার সিন্ডিকেটগুলো খুব সক্রিয় থাকে। তাদের ব্যাপারেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এসময় ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকদের খুব চাপ থাকে। দুষ্কৃতিকারীরা যাতে এর সুযোগ নিতে না পারে সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঈদের ছুটিতে নগরী অনেকটা ফাঁকা হয়ে যায়। তখন বাসাবাড়ির নিরাপত্তায়ও কাজ করবে পুলিশ। এ ব্যাপারে নাগরিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে তারা।
মোটামুটি সিলেট নগরবাসীকে পবিত্র রমজানে স্বস্তিতে রাখতে এবং নিশ্চিতে ঈদ উৎসব পালনের সুযোগ করে দিতে প্রস্তুতি সেরে রেখেছে সিলেট মহানগর পুলিশ।
এ ব্যাপারে এসএমপি কমিশনার নিশারুল আরিফ বলেন, আমরা ইতিমধ্যে রমজান মাসে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছি। ব্যবসায়ীদের সাথে বিশেষ সভায় বসে আলাপ আলোচনা করেছি। এর সুফল সবাই ভোগ করছেন। পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে। আরও বৈঠক হবে। ঈদে মার্কেট শপিং মল এবং বাসাবাড়ির নিরাপত্তার ব্যাপারেও আমরা সচেতন। নগরবাসীর নিরাপত্তায় যা যা করা দরকার আমরা তার সবটুকুই করবো।
বিডি প্রতিদিন/আরাফাত