সিলেটে এবার ১৫তলা ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে একটি প্রাইভেটকার। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর দর্শনদেউড়ি এলাকার আর্কেডিয়া ভবনের পার্কিং অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুনে একটি প্রাইভেটকার পুড়ে ছাই হয়েছে। এর আগে গত বুধবার নগরীর চৌহাট্টায় ৫তলা একটি বাণিজ্যিক ভবন ও মঙ্গলবার ভোরে দরগাগেইট এলাকায় একটি ‘বেবিশপ’ পুড়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে নগরীর দর্শনদেউড়িস্থ আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারে আগুন লেগে যায়। এসময় ১৫তলা পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাড়ির মালিক আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের ৬ তলার বাসিন্দা দেওয়ান আজোয়াদ মজিদ জানান, কিছুদিন আগে তিনি তিনি গাড়িটি কিনেছেন। গাড়িটি পুরনো ছিল। তবে কিভাবে গাড়িতে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেননি।
বিডি প্রতিদিন/আবু জাফর