সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। মঙ্গলবার সকাল ১১টার দিকে মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু করিচর ব্রিজ সংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। বৃদ্ধের পরণে কালো প্যান্ট ও নীল রঙের শার্ট ছিল। তাঁর নাক ও কানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ও বাম পা ভাঙা ছিল।
সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, মঙ্গলবার সকালে ওই ব্যক্তিক রাস্তার পাশ দিয়ে হাঁটতে দেখেছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে কোন যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বামপাশে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া আর কোথাও আঘাতের চিহ্ন নেই। এ কারণে এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম