বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘আমাদের দেশে বিদ্যুতের যে সংকট ছিল, এই ১৩ বছরে আমরা তা কাটিয়ে উঠেছি। আজকে বিদ্যুৎ বাহিরে রপ্তানি করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই করোনার সময়ে বিভিন্ন দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, পক্ষান্তরে আমরা আমাদের কাঙ্খিত লক্ষে এগিয়ে যাচ্ছি। আমাদের রপ্তানি আয় সঠিক ছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা কঠিন সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। এই ১৩ বছরে আমরা অর্থনৈতিক-সামাজিক সকল সূচকে আমাদের পার্শ্ববর্তী সকল দেশ থেকে এগিয়ে গিয়েছি।’
আজ ১৫ এপ্রিল শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাস পাপ্পুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসাইন’র সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নাদেল আরও বলেন, ‘আমাদের দেশের কিছু জ্ঞানপাপী আর কিছু মানুষ বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিকে মেনে নিতে পারে না। তারা বারে বারে মানুষকে ভয় দেখায়। এই অপশক্তি স্বাধীনতার পর থেকে গুজব সৃষ্টি করে বাংলাদেশে ধর্মীয় সহিংসতা, বিভিন্ন ধরনের সহিংসতা সৃষ্টি করে এই দেশকে পেছন দিকে নিয়ে যেতে চায়। তাই আমি আমার ছাত্রলীগের ভাইদের বলি, আসুন, আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমাদের অহংকার, আমাদের ভরসার জায়গা, আমাদের শেখ হাসিনা আছেন। তিনি তাঁর নিজস্ব পরিকল্পনা নিয়ে, দূরদর্শী দিয়ে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকি, শক্তিশালী থাকি, তাহলে এমন কোন অপশক্তি নেই যে বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে পারে।’
এসময় সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল