মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চন্দন ধর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে মৌলভীবাজার জেলার জগৎশী গ্রাম থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। চন্দন শ্রীমঙ্গল শহরের স্টেশন সড়কের বাসিন্দা হিমাংশু ধরের ছেলে। এর আগে ওই কিশোরীকে নির্যাতনের অভিযোগে পুলিশ চন্দনের মা ও স্ত্রীকে আটক করে।
মামলার এজাহার থেকে জানা যায়, চন্দন বিভিন্ন প্রলোভনে প্রায়ই ওই কিশোরীকে তার দোকানের গোডাউনে নিয়ে ধর্ষণ করতো। গত শনিবার আবারো চন্দন ধর্ষণ করতে চাইলে মেয়েটি চন্দনের বাসায় গিয়ে তার মা ও স্ত্রীকে এই ঘটনাটি জানায়। তখন চন্দনের মা ও স্ত্রী মেয়েটিকে হাত-পা বেঁধে শারিরীক নির্যাতন করে আটকে রাখে। খবর পেয়ে ওই দিনই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুর রহমান বলেন, ওই মেয়েটি নিজেই বাদী হয়ে চন্দন, চন্দনের মা ও স্ত্রীকে আসামি করে মামলা করেছে। এই মামলার তিন আসামিকেই আমরা গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/ফারজানা