সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদী থেকে ভারতীয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে নদীর বল্লাঘাট এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিজিবির সহযোগিতায় ওই যুবকের পরিচয় সনাক্ত করা হয়েছে।
লেস্টারসন পথাও (৩৫) নামের ওই যুবক ভারতের মেঘালয় রাজ্যের লংকেরেট এলাকার এস লোংরাংয়ের ছেলে। পেশায় তিনি ট্রাক চালক ছিলেন।
পুলিশ জানায়, সকালে ডাউকি নদীর বল্লাঘাট এলাকায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। গোয়াইনঘাট থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে লাশটি উদ্ধার করে। পরে পরিচয় সনাক্ত হলে দুপুরের দিকে ভারতের ইস্ট জৈন্তা হিলসের ডাউকি থানা পুলিশ ও বিএসএফ’র কাছে লাশটি হস্তান্তর করা হয়।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মোড়ল জানান, গত ১৪ এপ্রিল এক দুর্ঘটনায় পানিতে পড়ে নিখোঁজ হন লেস্টারসন। রবিবার তার মরদেহ বল্লাঘাট এলাকায় পাওয়া যায়। লেস্টারসনের পরিচয় সনাক্ত করেছেন তার বড় ভাই তিদার পাথাও। আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল