সিলেটে নিখোঁজের প্রায় দুইদিন পর বাড়ির পাশের বাঁশঝাড় থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নগরীর হাওলাদারপাড়া থেকে রাহুল দাস নামের তিনবছর বয়সী ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। রাহুল হাওলাদারপাড়ার কালিবাড়ির বাবুল দাসের ছেলে। পরিবার নিয়ে বাবুল কালিবাড়ির একটি কলোনিতে ভাড়া থাকতেন।
জানা গেছে, গত শনিবার দুপুরের দিকে নিখোঁজ হয় রাহুল। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তার সন্ধান না পেয়ে ওইদিনই জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন রাহুলের বাবা বাবুল দাস। সোমবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের নিচে রাহুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
বিডি প্রতিদিন/এএম