কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বিয়ানীবাজার উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়া শঙ্কা দেখা দিয়েছে। তবে সুমরা নদীর পানি বৃদ্ধি পায়নি। এতে নদীর তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকু নূর জানান, কুশিয়ারা নদীর বিয়ানীবাজার শেওলা পয়েন্টে রবিবারের চেয়ে আরও চার সেন্টিমিটার বেড়েছে। সোমবার বিকালে নদীর পানি বিপৎমীসার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার একই সময়ে ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল।
এদিকে সুরমা নদীর পানি বৃদ্ধি না পেলেও কমেনি। রবিবার সকাল বিকালে নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলো। সোমবার একই সময়ে পানি স্থিতিশীল রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত