চলমান বন্যায় বিপর্যস্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার সার্বিক অবস্থা এখনো স্বাভাবিক হয়নি। এর মধ্যে বন্যা আক্রান্ত এক দিনমজুরের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের নিহালের নোয়াগাঁও গ্রামে। ওই দিনমজুরের নাম মনির উদ্দিন (৬৫)।
মনির উদ্দিনের ছেলে ফুটবলার জাকির জানান, ‘বন্যার পানি আমাদের ঘরে উঠায় আমরা পাশের ঘরে আশ্রয় নেই। মঙ্গলবার ঘর থেকে পানি কিছুটা নেমে গেলে একটি রুমে থাকার ব্যবস্থা করা হয়। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পরে ওই রুমের মেঝেতে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়। পরিবারের সদস্যরা তখন পাশের ঘরেই ছিলেন। হঠাৎ ঘর থেকে একটি বিকট শব্দ শোনে সকলেই দেখতে পান ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার (২২ জুন) সন্ধ্যায় স্থানীয় দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান বলেন, ‘দিনমজুর মনির উদ্দিনের পরিবারের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। ইউনিয়ন পরিষদ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করব।’
বিডি প্রতিদিন/এএম