মজুরি বৃদ্ধির দাবি আদায়ে অনড় হবিগঞ্জ ও সিলেটের চা বাগানের শ্রমিকরা। হবিগঞ্জ ও সিলেটের চা বাগানে কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত কমিটি।
মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত কমিটি।
এর আগে আজ সকাল থেকে সিলেটের কোনো চা বাগানে কাজে যোগ দেননি শ্রমিকরা। সোমবার যেসব বাগানের শ্রমিকদের একাংশ কাজ শুরু করেছিলেন, মঙ্গলবার তারাও ফের কর্মবিরতি শুরু করেছেন।
জেলার লাক্কাতুড়া, মালনীছড়া ও তারাপুর বাগানের শ্রমিকরা ৩শ’ টাকা মজুরির দাবি নিয়ে মিছিল করে লাক্কাতুড়া বাগান সংলগ্ন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের রাস্তায় জড়ো হন। তারা রাস্তার পাশে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে বসে মজুরি বৃদ্ধির দাবি জানান। সিলেটের অন্যান্য বাগানের শ্রমিকরাও কাজে যোগদান থেকে বিরত থাকেন।
অপরদিকে, হবিগঞ্জের লস্করপুর ভ্যালির চা বাগানের শ্রমিকরা ৩০০ টাকা দৈনিক মজুরি ছাড়া কাজে ফিরবেন না বলে জানান। একই সাথে ১২০ টাকা মজুরিতে কাজে যোগ দেয়ার চুক্তিতে স্বাক্ষর করায় চা শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধেও বিক্ষোভ করেন। তাদের বিরুদ্ধে দেয়া হয় স্লোগানও।
ভ্যালির শ্রমিক নেতৃবৃন্দ বলছেন, কাজে ফেরার জন্য তারা এখনও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা পাননি। এ ছাড়া ৩০০ টাকা মজুরির দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের চা শ্রমিকরা কাজে ফিরলেও তারা ফিরবেন না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন