মন্ত্রীসভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) আইন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে র্যালি করেছেন পেশাজীবী সংগঠনের নেতারা। আজ বুধবার দুপুরে নগরের কবি নজরুল অডিটোরিয়ামের সামনে থেকে ‘সম্মিলিত নাগরিক পরিষদ, সিলেট’র উদ্যোগে এই কৃতজ্ঞতা র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএমএ সিলেটের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম হাফিজ এর সভাপতিত্বে ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষাবীদ ও গবেষক অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহির আহমেদ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
সমাবেশে বক্তারা বলেন, সিলেটের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নিয়েছেন। তাই সিলেটে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও সিলেটের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী সিলেটবাসীকে উন্নয়ন কর্তৃপক্ষ উপহার দিয়েছেন। এতে সিলেটের পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি সেবার পরিধিও বৃদ্ধি পাবে।
এছাড়াও সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি এডভোকেট রাজ উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ইসরাইল আলী সাদেক প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর