জ্বালানি তেল, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে আজ বৃহস্পতিবার দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা-১২টা) হরতাল ডেকেছে বাম জোট।
হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যা ৭টায় বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠনের সিলেট জেলা শাখা মশাল মিছিল বের করে। সিলেটের রেজিস্ট্রারী মাঠ থেকে মশাল মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে তা আম্বরখানা পয়ন্টে এক সমাবেশে মিলিত হয়।
বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, সিপিবি বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সভাপতি সিরাজ আহমেদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ডা. হরিধন দাশ, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য মহিতোষ দেব মলয়, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য অ্যাডভোকেট রনেন সরকার রনি, চালক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মন্জু আহমদ ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি সঞ্জয় কান্ত, ছাত্র ইউনিয়নের জেলা আহবায়ক মনিষা ওয়াহিদ, জেলা সাধারণ সম্পাদক প্রান্তিক হাসান, ছাত্র কাউন্সিল জেলা সভাপতি বিশ্বজিত শীল প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ