সিলেটে খুন হওয়া সেই নারীর প্রবাস ফেরত ‘পলাতক’ স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ইসমাইল নিয়াজ খান নামের ওই ব্যক্তি বরইকান্দি এলাকার ইসমত খানের ছেলে।
গত মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর বালুচর সোনারবাংলা আবাসিক এলাকার পাঁচতলা একটি বাসার নিচতলার ফ্ল্যাট থেকে আফিয়া বেগম নামের এক নারীর পঁচন ধরা লাশ উদ্ধার করা হয়। বাসা থেকে তার দুই বছর বয়সী মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আফিয়া বেগম গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল তোয়াকুল গ্রামের আজির উদ্দিনের মেয়ে। তিনি বালুচরে একটি বাসা ভাড়া নিয়ে মেয়েসহ থাকতেন। স্ত্রী আফিয়ার দায়ের করা একটি মামলায় তিনি কারাগারে ছিলেন। আফিয়া খুন হওয়ার ৮ দিন আগে তিনি জামিনে বের হলেও লাপাত্তা ছিলেন। স্ত্রী খুনের খবর পেয়েও তিনি বাসায় ফিরেননি। হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার আফিয়ার মা কুটিনা বেগম বাদি হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন। পুলিশ ওই মামলায় আফিয়ার স্বামী নিয়াজ খানকে গ্রেফতার করে।
শাহপরান (রহ.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ কথিত স্বামী ইসমাইল নিয়াজ খানকে গ্রেফতার করেছে। ওই নারীর স্বামী ওমানপ্রবাসী বলে শোনা গেলেও আসলে নিয়াজ প্রবাসে ছিলেন না। আফিয়ার সঙ্গে তার যে বিয়ে হয়েছে, সেটার কাগজপত্রও নেই। মৌলভী ডেকে নাকি তাদের বিয়ে পড়ানো হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।’
বিডি-প্রতিদিন/শফিক