সিলেটে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার সারিঘাট পাথরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জামিল আহমদ (৯) সরুফৌদ সারিঘাটের খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জাফলংগামী একটি ট্রাক পাথরঘাট এলাকায় জামিল আহমদকে ধাক্কা দিলে ছিটকে পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। জামিল মক্তব থেকে বাড়ি ফিরছিল। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ প্রত্যাহার করান।
ওসি গোলাম দস্তগীর জানান, জেলা প্রশাসকের অনুমতি স্বাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/এএম