দৈনিক ৩শ’ টাকা মজুরির দাবিতে সিলেটে টানা ১৩ দিন ধরে কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। বৃহস্পতিবারও তারা বাগানে কাজে যাননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন চা শ্রমিকরা।
আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিলেটের লাক্কাতুরা, মালনিছড়া ও তারাপুরসহ সব বাগানে ছিল অচলাবস্থা। কর্মবিরতির পাশাপাশি শ্রমিকরা বিভিন্ন বাগানে বিক্ষোভ মিছিল করেন।
সিলেটে চা শ্রমিকদের একাংশের আন্দোলনে নেতৃত্বদানকারী অজিত বারাইক বলেন, ‘১২০ টাকায় পেট চলে না তাই আমরা ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলনে নেমেছিলাম। কিন্তু মালিকপক্ষ এতটাই নিষ্ঠুর যে-আমাদের খালি পেটের আর্তনাদ তাদের কঠিন হৃদয়কে নাড়া দেয় না। তাই আজ পর্যন্ত আমাদের দাবি তারা মানছেন না। আমরাও দৃঢ় প্রতিজ্ঞ-দাবি আদায় না হওয়া পর্যন্ত মরণ হলেও আমরা আন্দোলন চালিয়ে যাব।’
উল্লেখ্য, ১২০ থেকে ৩০০ টাকায় দৈনিক মজুরি উন্নীতকরণের দাবিতে সিলেটসহ সারা দেশের চা শ্রমিক গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন। প্রথম দু’দিন ২ ঘণ্টা কর্মবিরতি পালনের পর ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠকে চা শ্রমিক নেতারা কাজে যোগদানের ঘোষণা দিলেও সাধারণ শ্রমিকরা তা প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যান। আন্দোলনকারী শ্রমিকদের দাবি প্রধানমন্ত্রীর সাথে তারা ভিডিও কনফারেন্সে সরাসরি কথা বলতে চান। মজুরি বৃদ্ধিসহ অন্যান্য সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর মুখ থেকে আশ্বাস পেলে তারা কাজে ফিরে যাবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন