সিলেটে নিজ বাসার জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় তিন সন্তানের এক জননীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজমিন বেগম নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেট মহানগরীর টুলটিকর এলাকার মিয়াবাগের বন্ধন হাউসের নাছির উদ্দিনের স্ত্রী। নাছির উদ্দিন পেশায় সবজি ব্যবসায়ী।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে রাজমিনের সন্তানেরা বাসার জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে তাদের মাকে ঝুলতে দেখে চিৎকার করেন। প্রতিবেশিরা এসে গলার ফাঁস খুলে রাজমিনকে নিচে নামান। খবর পেয়ে বাজার থেকে স্বামী নাছির উদ্দিন এসে রাজমিনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজমিনের পরিবারের সদস্যরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।
বিডি প্রতিদিন/এএম