সিলেটে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার শফিকুল ইসলাম কালা মিয়া (৪৫) নামের ওই অভিযুক্তকে আদালতে সোর্পদ করা হয়েছে।
অভিযুক্ত কালা মিয়া জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী মোকামটিলার মোস্তফা মিয়ার ছেলে।
নির্যাতিত স্কুলছাত্রের মা জানান, গত সোমবার বাড়িতে তার সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে একা ছিল। ওই সুযোগে কালা মিয়া ঘরে ঢুকে তার ছেলেকে বলাৎকার করে। বাড়ি ফিরে তিনি ছেলের কাছ থেকে বিস্তারিত শুনে স্থানীয়দের সহায়তায় থানায় অভিযোগ করেন।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর সোমবার রাতেই শফিকুল ইসলাম কালা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল