সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস দোকানে ঢুকে পড়ে। বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক কলেজছাত্রী। আহত হয়েছেন আরেক ছাত্রী।
নিহত ফাতেমা বেগম জকিগঞ্জ উপজেলার আটগ্রাম জালালাবাদ গ্রামের আবদুস সালামের মেয়ে ও স্থানীয় লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে আটগ্রাম বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস আটগ্রাম বাসস্টেশনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভেতর ঢুকে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে ফাতেমা বেগম ঘটনাস্থলেই মারা যান। ফাতেমার সাথে থাকা আরেক ছাত্রী গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর