সিলেটে আবারও ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। রবিবার বিকালে সিলেট জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও বাজার এলাকা থেকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ বস্তা চিনি জব্দ করা হয়। এসব চিনির বাজার মূল্য সোয়া ২ লাখ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে জালালাবাদ থানাপুলিশ অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করে। এসময় ট্রাকটিও জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযানকালে ট্রাকচালক ও চোরাকারবারিরা পালিয়ে যান। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম