সিলেট ও সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
গত বৃহস্পতিবার রাতে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দুই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল হাফিজুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- ৭৯৮ পিস শাড়ি, ১২১ পিস কাশ্মিরী শাল, ৮১ পিস থ্রিপিস, ৪৫৬ পিস কসমেটিকস ও ২৫৪.৪০ মিটার মকমল সোফার কভার। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরে কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকাজে ব্যবহৃত দুটি নৌকা আটক করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য আনুমানিক ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ২৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিডি প্রতিদিন/একেএ