সিলেটের বিশ্বনাথ পৌরশহরের নতুন ও পুরাতন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী নেতৃবৃন্দ, পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আলাউদ্দিন কাদের। এ সময় বিশ্বনাথ নতুন বাজারের ধানহাটা থেকে মাছ বাজার পর্যন্ত কয়েকটি ভাসমান দোকান ও কয়েকটি দোকানের অতিরিক্ত টিনশেড উচ্ছেদ করা হয়। পরে জব্দ করা ব্রিজের ওপর অবৈধ পার্কিং করা একটি প্রাইভেট কারও।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আলাউদ্দিন কাদের জানান, পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সতর্ক বার্তার পরও দখলদাররা অবৈধ স্থাপনা না সরালে আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করব।
বিডিপ্রতিদিন/কবিরুল