প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করতে ঐক্যবদ্ধ হয়েছেন চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতারা। ভেন্যু নিয়ে নানা জটিলতা থাকলেও এবার ২১ মার্চ দক্ষিণ চট্টগ্রামের পটিয়া কলেজ মাঠেই হচ্ছে প্রধানমন্ত্রীর এ জনসভাটি। এ জনসভায় লক্ষ লক্ষ মানুষের সমাগম করতে চট্টগ্রামের শীর্ষ নেতারা নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে। সরকারের শেষ বছরে আওয়ামী লীগের সফলতা ও উন্নয়ন চিত্রও তুলে ধরা হবে সেই জনসভায়।
এ জনসভাকে সফল ও সুষ্টু-সুন্দরভাবে শেষ করতে শনিবার মুসলিম হলে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের জরুরি যৌথ বর্ধিত সভা বিভিন্ন দিক-নির্দেশনামুলক বক্তব্য রেখেছেন দলের নেতারা। এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
অপরদিকে অনুষ্টিত বর্ধিত সভায় জনসভার ভেন্যু নিয়ে নগর আওয়ামীলীগ সদস্য হাসান মাহমুদ সমশেরসহ কয়েকজন নেতা পটিয়ার পরিবর্তে আউটার স্টেডিয়াম অথবা এমএ আজিজ স্টেডিয়ামে করার জন্য প্রস্তাব দেন। পরে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহানগর ও উত্তর জেলায় পৃথকভাবে প্রধানমন্ত্রীর জনসভা আয়োজনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। আগামি ১৪ মার্চ দক্ষিণ জেলা আওয়ামী লীগ আবারও পৃথকভাবে জরুরি বর্ধিত সভা আয়োজন করছে। এতে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদ একেএম এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা।
আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দক্ষিণ চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সাংগঠনিকভাবে যৌথ বর্ধিত সভা করেছি। কোন রকমের ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। এতে জেলা ও উপজেলার নেতারা এক হয়ে কাজ করবেন। তাছাড়া কিভাবে সুন্দর ও সফল করা যায়, সেই বিষয়েও কেন্দ্রীয় ও জেলার নেতারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি।
বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, লন্ডনে বসে তারেক জিয়া দেশে গুপ্ত হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারেক জিয়া সন্ত্রাসী হিসেবে রাজনীতিতে এসেছে। ড. জাফর ইকবালসহ দেশে যেসব গুপ্তহত্যা হয়েছে, অনেকের ধারণা লন্ডনে বসে এসবের কলকাঠি নাড়ছে তারেক জিয়া। সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ৯ বছরের উন্নয়ন কাজ জনগণের কাছে তুলে ধরতে হবে। পটিয়ায় ২১ মার্চের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
বর্ধিত সভায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, ডা. আফসারুল আমীন এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, শামসুল হক চৌধুরী এমপি, দিদারুল আলম এমপি, নজরুল ইসলাম এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ওয়াশিকা আয়েশা খান এমপি, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মহানগরের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন