প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাংবাদিক বান্ধব। তিনি নতুন প্রজন্মের প্রতিনিধি। তাঁর সাফল্যের সঙ্গে সাংবাদিকদের সাফল্যও জড়িত। রাজধানী ঢাকা যদি দেশের মাথা বিবেচনা করা হয়, তাহলে চট্টগ্রাম তার হৃদপিন্ড। যদি কোন কারণে হৃদপিন্ডের রক্তের সঞ্চালন বন্ধ হয়ে যায়, তাহলে মানুষের মাথাও অকেজো হয়ে যায়। তাই চট্টগ্রামকে অবহেলা করার কোনো সুযোগ নেই।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ দুপুরে নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বর্তমান সভাপতি কলিম সরোয়ার, সিইউজের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাবান মাহমুদ, বর্তমান সভাপতি আবু জাফর সূর্য, বিএফইউজে চট্টগ্রামের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, সিউউজের সদ্য বিদায়ী সভাপতি ও পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী, সিউউজের সাবেক নেতা এম নাসিরুল হক প্রমুখ।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নানামুখি উন্নয়ন কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সাধারণ মানুষ মেয়রের নিকট সবকিছুই প্রত্যাশা করে। যানজট, পানি, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা হলেও মেয়রের নিকটই সমাধান পেতে চায়। তবুও নানামুখি প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে নাগরিক প্রত্যাশা পূরণের চেষ্টা করছি। ইতোমধ্যে কাঁচা রাস্তা পাকা করা, সড়ক আলোকায়ন, পরিচ্ছন্ন কাজে আমুল পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত সেবার বাইরে শিক্ষা-স্বাস্থ্য খাতে সেবা দিচ্ছে চসিক। এ দুটি খাতে বছরে প্রায় ৫৬ কোটি টাকা ভর্তকি দিতে হয়। নাম মাত্র ফিতে বছরে এক লক্ষ নগরবাসীর স্বাস্থ্যসেবা দেয়া হয়। এছাড়াও বছরে প্রায় ৬০ থেকে ৭০ হাজার শিক্ষার্থী চসিকের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার সুযোগ পাচ্ছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার