চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে পৃথিবীর কক্ষপথে একটি অত্যাধুনিক ইন্টারনেট স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটি। বুধবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৪৩ মিনিটে ‘লং মার্চ-৫বি’ ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করা হয়। রকেটটি স্যাটেলাইটটিকে সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে।
এই মিশন লং মার্চ সিরিজের ৫৮৮তম উৎক্ষেপণ হিসেবে চিহ্নিত হয়েছে, যা চীনের মহাকাশ অভিযানে ধারাবাহিক সাফল্যের আরেকটি নিদর্শন।
এর আগে, গত শনিবার সকালে পূর্ব চীনের শানডং প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় আরেকটি রকেট ‘স্মার্ট ড্রাগন-৩’। ১১টি স্যাটেলাইট নিয়ে বিশাল রকেটটি রিঝাও শহরের উপকূলীয় সমুদ্র অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়।
চীনের মহাকাশ গবেষণা সংস্থা নিয়মিতভাবে কক্ষপথে স্যাটেলাইট পাঠিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে যোগাযোগ, আবহাওয়া, বিজ্ঞান গবেষণা এবং সামরিক প্রয়োজনে ব্যবহৃত স্যাটেলাইট।
বিডি-প্রতিদিন/শআ