বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী তিন দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে এ মাসের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যমুনার পানি বৃদ্ধির খবরে নদীপারের মানুষদের মধ্যে নতুন করে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন আগাম প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।
প্রতিবছর এই অঞ্চলের মানুষ যমুনা ও বাঙালি নদীর দুই থেকে তিনটি বন্যার মুখোমুখি হন। বন্যা দেখা দিলে তারা উচ্চস্থানে, বন্যা আশ্রয়কেন্দ্র কিংবা নদীর তীরবর্তী বেড়িবাঁধে আশ্রয় নেন। এতে বিশাল এলাকাজুড়ে গো-চারণভূমি পানিতে নিমজ্জিত হয় এবং গবাদিপশুর খাদ্য সংকট দেখা দেয়। এছাড়া, টিউবওয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির অভাব ও রান্নার উপযোগী স্থান না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত সোমবার থেকে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ বুধবার সকাল পর্যন্ত মথুরাপাড়া পয়েন্টে নদীর পানি বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩ মিটার, যেখানে বিপৎসীমা ১৬.২৫ মিটার। অর্থাৎ বর্তমানে পানি বিপৎসীমার ১২২ সেন্টিমিটার নিচে রয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, ‘উজানে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে যমুনার পানি দ্রুত বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী তিন দিনের মধ্যেই পানি বিপৎসীমা ছুঁয়ে ফেলতে পারে। আমাদের পূর্বাভাস অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের শুরুর দিকে বন্যা দেখা দিতে পারে।’
বিডি প্রতিদিন/জামশেদ