নগরীর মাদক আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনীতে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন হাবিবুর রহমান ও মোহাম্মদ মোশাররফ। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৪০০ ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ছয় বোতল বিদেশি মদ, পাঁচ ক্যান বিদেশি বিয়ার, ৫০০ গ্রাম গাঁজা, বিদেশি একটি পিস্তল ও দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম রেল স্টেশনের পাশে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে বরিশাল কলোনিতে এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহতদের মধ্যে হাবিবুর রহমান ‘মাদক সম্রাট’। মোটা হাবিব নাামে পরিচিত এ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১২টির বেশি মামলা রয়েছে। নিহত মোশাররফ তার সহযোগী।
র্যাব জানায়, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র বিপুল পরিমাণ মাদক নিয়ে কুখ্যাত মাদক স্পট ‘বরিশাল কলোনিতে’ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে র্যাবের একটি দল সেখানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে ব্যবসায়ী চক্র। তখন আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে পিছু হটে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজনের গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, বরিশাল কলোনিতে মাদক সেবী ও কারবারিরা দীর্ঘদিন ধরে আখড়া বসিয়ে আসছিল। বরিশাল কলোনির মাদক বিক্রির একটি স্পটে দেয়ালের ওপাশে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন।
প্রসঙ্গত, গত বছরের ২০ অক্টোবর বরিশাল কলোনিতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক সম্রাট’ মো. ফারুক নিহত হয়। বাইট্যা ফারুক ওরফে বস ফারুক নামে পরিচিত বরিশাল কলোনির এই নিয়ন্ত্রকের বিরুদ্ধে ১৮টির বেশি মামলা থাকার কথা জানিয়েছিল র্যাব। সে সময় ফারুকের কাছ থেকে দুই লাখ ইয়াবা, বিপুল ফেনসিডিল, বিদেশি দুটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধারের তথ্য জানিয়েছিল র্যাব।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৮/মাহবুব