চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় বিভিন্ন পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় অবৈধ বাসবাসকারীদের উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। চলে বেলা ১টা পর্যন্ত। এসময় ঝুঁকিপূর্ণ প্রায় অর্ধশতাধিক অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়।
বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতেই চট্টগ্রামের আকবরশাহ পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী বসতি উচ্ছেদে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শেখ জোবাইর আহমেদ। তিনি জানান, এখানকার পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায়্রায় শতাধিক পরিবার বসবাস করে আসছিল। এবং এখানকার গ্যাস পানি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।
এর আগে মাইকিং করে অবৈধ স্থাপনা ও বসতঘর সরিয়ে নিতে প্রচারণা চালায় প্রশাসন। অভিযান চালানোর আগে ওই এলাকায় পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে ভেঙ্গে ফেলা হয় বসবাসকারীদের ঘর।
সহকারি ভূমি কমিশনার জানান, পাহাড় ধ্বসে প্রাণহানি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে প্রশাসনের কর্মকর্তারা-সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নেয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান