চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানাধীন মাদকের আখড়া খ্যাত বরিশাল কলোনিতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে পরিচালিত অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘সিএমপির উদ্যোগে বরিশাল কলোনিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। অভিযানে মাদকের আখড়ার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন