চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের এক কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মো. আরিফ (৫০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ টাঙ্গাইলের বেপারি পাড়া এতিমখানা এলাকার ইজ্জত মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন জানান, ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হন। আহত হন ট্রাকের কেবিনে (চালকের আসন) বসা আরও দুইজন।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৮/মাহবুব