স্বাধীন দেশে ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আলোকচিত্রী-সাংবাদিক পাভেল রহমানের তোলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা ছবি নিয়ে চারুকলা আর্ট গ্যালারিতে শুরু হয়েছে ‘পাভেল রহমানের ক্যামেরায় বঙ্গবন্ধু’ শীর্ষক তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী।
বুধবার দুপুরে নগরের বাদশা মিঞা সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, প্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন প্রমুখ। সবার জন্য উন্মুক্ত থাকা এ প্রদর্শনী চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
মো. আবদুল মান্নান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্য কারাগারে গেছেন, যে ব্যক্তি সারা জীবন বঙ্গবন্ধুর ক্ষতি করে গেছেন তাকেও সম্মান করে ‘জনাব, সাহেব’ বলে ডাকতেন। তিনি মানুষকে সম্মান করতে জানতেন। আমি তার অনেক লেখা পড়েছি। সেখানে মানুষকে সম্মান দেওয়ার বিষয়টি পেয়ে অভিভূত হয়েছি।’
তিনি বলেন, ‘এই যে শ্রদ্ধাবোধ, মানুষকে সম্মান দেওয়ার বিষয়, এটি কম মানুষেরই আছে। বর্তমানে রাজনৈতিক সংস্কৃতিতে তেমন দেখি না। বঙ্গবন্ধু কখনও বলেননি- এই লোক আমার বিরোধিতা করেছে, তাকে দেখে নিতে হবে, প্রতিশোধ নিতে হবে।’
বিভাগীয় কমিশনার বলেন, ‘কিছু কারণে নতুন প্রজন্ম এখনও বিভ্রান্ত। এমনকি কোনো কোনো পরিবার তাদের সন্তানকে সঠিক ইতিহাস শেখাতে পারছে না। বাংলাদেশ, বাঙালি জাতি এবং এই অভ্যুদয়ের ইতিহাসের মূল কারিগর কারা? এসব সঠিক ইতিহাস সন্তানদের জানতে দিতে পারিনি। এখন সুযোগ এসেছে সন্তানদের সঠিক ইতিহাস জানানোর।’
বিডি-প্রতিদিন/ ই-জাহান