চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন বলেছেন, ‘বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার প্রচলন করায় দেশের আদালত সমূহে বিদ্যমান মামলাজট কমছে। তাছাড়া পারিবারিক অনেক মামলাও উভয়পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধান করা হয়। এসব কার্যক্রম আদালতের জন্য সহায়ক ভূমিকা রাখছে।’
বুধবার চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে আয়োজিত জেলা লিগ্যাল এইড কমিটির ৩য় মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রোকসানা পারভীন, মো. মো. মোতাহের আলী, মোহাম্মদ হাবিবুর রহমান ছিদ্দিকী, মোস্তাক আহমেদ, সাবেক জেলা জজ এবং ব্লাস্ট এর পরিচালক এস এম রেজাউল করিম, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গণি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমি, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবির, মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী, চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, আঞ্জুমান আরা আঞ্জু।
বিডি-প্রতিদিন/ ই-জাহান