চট্টগ্রামে হাজারো ভক্তের অংশগ্রহণে বের হবে ‘ভগবান শ্রীকৃৃষ্ণের জন্মাষ্টমী’র শোভাযাত্রা।
রবিবার সকালে নগরীর জেএম সেন হলে এ শোভা যাত্রার উদ্বোধন করছেন ভারতীয় সহকারি হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী।
শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক বিমল কান্তি দে।
এসময় তিনি ১১ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হচ্ছে-ধর্ম যার যার রাষ্ট্র সবার মূলমন্ত্র অনুযায়ী সনাতন ধর্মের লোকজনের নিরাপত্তা ও সম-অধিকার, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন, বেদখল হওয়া মঠ, মন্দির ও দেবোত্তর সম্পত্তি উদ্ধার-সংরক্ষণে প্রয়োজনে আইন প্রণয়ন, দুর্গাপূজায় চার দিনের সরকারি ছুটি ঘোষণা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে পরিণত করা, হামলায় বিধ্বস্ত মঠ, মন্দির ও সরকারি উদ্যোগে রামুর বৌদ্ধ বিহারের মতো সেনাবাহিনী দ্বারা পুনর্নিমাণ, অর্পিত সম্পত্তি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতি জেলায় বিশেষ আদালত গঠন, এরশাদ সরকারের আমলে সৃষ্ট বাংলা নববর্ষের তারিখ বিভ্রাটের অবসান, হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাস সৃষ্টিকারীদের মানবতাবিরোধী হিসেবে চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালে শাস্তি, প্রতি জেলায় শ্রীকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠায় সরকারি জায়গা বরাদ্দ এবং জন্মাষ্টমী উৎসবে সরকারি ভোগ্যপণ্য বরাদ্দের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাশ ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন