চট্টগ্রামে নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি প্রাইভেট কার, নোহা মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আজ ভোরে ‘দি কিং অব চিটাগং’ ক্লাবের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেটকারে থাকা মো. ফারদিন (১৮) ও সিএনজি অটোরিকশার চালক মো. হানিফ (৪০)। ফারদিন নাসিরাবাদ বাটাগলি এলাকার আবুল বশর মিলনের ছেলে ও হানিফ হালিশহরের ব্রিকফিল্ড এলাকার মো. মুস্তফার ছেলে।
জানা যায়, পাহাড়চূড়ার ওই ক্লাব থেকে নোহা মাইক্রোবাসটি নামছিল আর প্রাইভেটকারটি ঢুকছিল। সিএনজি অটোরিকশাটি ওই দুই পরিবহনের পাশে ছিল। এমন সময় ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত দুজনকে চমেক হাসপাতালে রাত দুইটার দিকে ভর্তি করা হয়। পরে দুজনই ভোরের দিকে মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৮/হিমেল