চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন আগামী এক মাসের মধ্যে নগরের ৭৫০টি ডাস্টবিন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। নগরকে ক্লিন ও গ্রিন করতে তিনি এ নির্দেশ দেন। এর আগে নগরের এক হাজার ৩৫০টি ডাস্টবিনের মধ্যে ৬০০টি অপসারণ করা হয়েছে। অবশিষ্ট ৭৫০টি ডাস্টবিন আগামী এক মাসের মধ্যে সড়ক থেকে সরিয়ে নিতে বিকল্প জায়গা খুঁজে বের করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে নগরের প্রধান সড়কের দু’পাশের স্তুপ, ময়লা-আবর্জনার ডাস্টবিনগুলো সরিয়ে নেওয়ারও ঘোষণা দেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকালে সিটি কর্পোরেশন কনফারেন্স হলে জাইকা সাহায্যপুষ্ট সিটি গভর্নেন্স প্রকল্পের অধীনে গঠিত সিভিল সোসাইটি কো-অডিনেশন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন চসিকের প্যানেল মেয়র, কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, আইইবি’র সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. হারুন, সহ সভাপতি এম এ রশিদ, অধ্যক্ষ আনোয়ারা আলম, সাবেক কাউন্সিলর রেখা আলম, চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বিএমএ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. মুজিবুল হক খাঁন, সাংবাদিক এম নাসিরুল হক, চিটাগাং চেম্বারের পরিচালক অহিদ সিরাজ স্বপন প্রমুখ।
সিটি মেয়র বলেন, তারকা হোটেল, রেস্টুরেন্টে খাবার খেতে হলে ক্রেতাদের ভ্যাট দিতে হয়। সেখানে খাবারের মূল্যের সাথে ১৫ শতাংশ ভ্যাট এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ সংযোজিত থাকে। হোটেল, রেস্টুরেন্টগুলোতে গিয়ে আমাদের অভিজাত সমাজকে সংযোজিত এই ভ্যাট প্রদান করতে হয়। সেক্ষেত্রে কোন আপত্তি থাকে না। কিন্তু সিটি করপোরেশনকে গৃহকর প্রদানের সময় হোল্ডারদের যত আপত্তি। সিটি করপোরেশন সরকার ধার্যকৃত গৃহকর আদায় করে থাকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার