চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ আশিকুর রহমান নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার ভোর রাতে নগরীর পতেঙ্গা থানাধীন মহাজনঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আশিকুর মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মানিকনগর এলাকার শাহজাহান মাস্টারের ছেলে।
র্যাব-৭ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মহাজনঘাটা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন